সদস্য-ভিত্তিক, স্বেচ্ছাসেবী নারী নেতৃত্বাধীন সক্রিয় সংগঠন নারীপক্ষের আয়োজনে এবং বরগুনায় নারী অধিকার ও নারীর কর্মসংস্থান নিশ্চিতে সংগ্রামী সংগঠন জাগোনারীর সহযোগিতায় ‘অধিকার এখানে, এখনই ( RHRN-2 ) প্রকল্প’ নিয়ে বিভিন্ন মিডিয়ায় কর্মরত বরগুনার সাংবাদিকবৃন্দের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জাগোনারীর প্রশিক্ষণ হলে নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনজিও জাগোনারীর প্রধান নির্বাহী হোসনোয়ারা হাসি, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, জাগোনারীর নারী উন্নয়ন কর্মকর্তা ও সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
জাগোনারীর নারী উন্নয়ন কর্মকর্তা ও , RHRN-2 প্রকল্পের ফোকাল পার্সন আফরোজ সুলতানা আঁখি প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এরপর সভাপতি সামিয়া আফরিন তার বক্তব্যে বলেন, নারীকে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অধিকারসম্পন্ন নাগরিক ও মর্যাদা সম্পন্ন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ১৯৮৩ সাল থেকে নারীপক্ষ কাজ করে আসছে। নারীপক্ষ একটি সদস্য-ভিত্তিক, স্বেচ্ছাসেবী নারী নেতৃত্বাধীন সক্রিয় সংগঠন। নারীর সমঅধিকার ও সমমর্যাদা অর্জনের জন্য নারীপক্ষ বিভিন্ন সুনির্দিষ্ট ও ভিন্নমুখী কর্মসূচি নিয়ে থাকে। নারীপক্ষ মূলত পাঁচটি ক্ষেত্র নিয়ে কাজ করে তার মধ্যে নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার’ বিশেষ ভাবে উল্লেখযোগ্য।
‘অধিকার এখানে, এখনই (RHRN-2) প্রকল্প’ বিষয়ে তিনি আরও বলেন, কিশোর-কিশোরী ও যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সুরক্ষায়। দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে নারীপক্ষ কাজ করে যাচ্ছে।