আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর বিকেলে সদরের বারাকপুর বাজারে এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি ইমরান আহমেদ মনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্হিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সহ সভাপতি ডাঃ মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক এম এ মতিন, পৌর সভাপতি শেখ বশিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাট জেলা শাখার আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ন আহবায়ক সরদার আঃ কাদের, যুগ্ন আহবায়ক বিশ্বজিৎ সরকার সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ তন্ময় বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে এবং সন্ত্রাস ও জঙ্গীবাদের বিষ বৃক্ষ উপড়ে ফেলতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিটি নেতাকর্মীকে ঘরে ফিরতে হবে। এর আগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক সংখ্যক নেতাকর্মী সমাবেশ স্হলে এসে জমা হতে থাকলে কর্মীসভাটি বিশাল জনসমুদ্রে রুপ নেয়।