শোভা যাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সহ নানা আয়োজনে নাটোরের সিংড়ায় শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।
আইসিটি অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষ্যে একটি শোভা যাত্রা বের হয়। শোভা যাত্রাটি পৌর শহরের গুরুত্বপুর্ণ মোড় পদক্ষিণ শেষে উপজেলার সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ দুদু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।