বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর শুভ জন্মদিন উপলক্ষে ফেনীর ছাগলনাইয়ায় পৌর শহরের হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল রোবটিক্স কর্ণারের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৭ অক্টোবর সকাল ১১ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে উক্ত কর্ণারের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তৈয়ব, বিদ্যুতশাহী সদস্য মোঃ জসিম উদ্দিন, অভিভাবক সদস্য এ কে এম কামরুজ্জামান মজুমদার বাবলু ও স্থানীয় কাউন্সিলর কাজী নুর আলম, সিনিয়র শিক্ষক আবদুল বেলাল ভুইয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।