সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জের ২৮৭ নং জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, কবিতা আবৃত্তি, র্যালী, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর রশীদ, ইউপি সদস্য কাওসার হোসাইন, সহকারী শিক্ষক জাকির হোসেন, এমদাদুল হক, অভিভাবকগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরন করেন প্রধান অতিথি, প্রধান শিক্ষক।
আলোচনা শেষে অভিভাবক, শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।