ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ‘কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স
অ্যাওয়ার্ড’- এর স্বর্ণপদক অর্জন করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল)।
১০ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২২ এ ‘ফুড অ্যান্ড অ্যালাইড কোম্পানিজ’ ক্যাটাগরিতে টানা তৃতীয়বারের মতো ইউসিএল-কে এ স্বর্ণপদক প্রদান করা হয়। কর্পোরেট গভর্নেন্স-এ স্বচ্ছতা,জবাবদিহিতা ও সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখার স্বীকৃতি হিসেবে ইউসিএল এ স্বর্ণপদক পেল।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড এর পরিচালক ব্যারিস্টার এস.ও.এম রাশেদুল কাইয়ুম এবং কোম্পানি সচিব মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লার হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ; আইসিএসবি সিজিএ কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চেয়ারম্যান এম নুরুল আলম এফসিএস; ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) বোর্ড অব গভর্নরস (বিওজি) চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান।