হাউজিং প্রকল্পগুলোর মাঠ দখল করে প্লট বানানো যাবে না: ডিএনসিসি মেয়র

 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ‘বিভিন্ন হাউজিং কোম্পানিগুলি তাদের প্রকল্পে মাঠ দেখায়, পার্ক দেখায়, রাস্তা-ঘাট, ড্রেন বিনোদনের জায়গা দেখায়। দেখিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসা করার অনুমতি নিয়ে আসে। এতো সুযোগ সুবিধা দেখে মানুষ যখন কিনতে শুরু করে ওমনি তারা মাঠটাকে প্লট করে ফেলে, খোলা জায়গাটা প্লট করে ফেলে এবং বেঁচে দেয়।’

কোনো অবস্থাতেই কোনো হাউজিং মাঠ দখল করে প্লট বানাতে পারবে না।

বুধবার ( ১৮ অক্টোবর) রাজধানীর রূপনগর এলাকার ইস্টার্ন হাউজিং এ বিশিষ্ট নাগরিকজনদের নিয়ে আয়োজিত সুধিসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেখানে যেখানে খেলার মাঠ আছে সেগুলো অবৈধভাবে কেউ দখল রাখলে তা উদ্ধার করা হবে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)কে এ ক্ষেত্রে আরো বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, তদারকি করতে কোনো সমস্যা হলে আমরাই জনগণকে নিয়ে তদারকি করবো। যে সব হাউজিং কোম্পানিগুলো যে পরিকল্পনা জমা দিয়ে অনুমোদন নিয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন করুন।’

কোম্পানিগুলোর ব্যবসার জন্য সাধারণ মানুষ কষ্ট করছে, সাধারণ মানুষ সরকারকে দোষারোপ করছে বলে উল্লেখ করে বলেন, জনগণ তো জানে না এই সুবিধাগুলি হাউজিং গুলো করে দিতে বাধ্য।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘রুপনগর থেকে তুরাগ নদী পর্যন্ত খালের আশেপাশে কোনো বাড়ি তৈরি করা যাবে না।’

এ সময় তিনি অবৈধ দখলদারদের হুশিয়ারি দিয়ে বলেন, ‘উচ্ছেদ কর্মসূচির চলার আগেই রাস্তা ও খালের আশেপাশের জায়গা খালি করে চলে যান। নাহলে বুলডোজার ভাঙচুর শুরু করলে কিছুই নিয়ে যেতে পারবেন না।

তিনি আরো বলেন, জন্মনিবন্ধন নিতে ভোগান্তি হয় বিধায় অনেকেই অনলাইনে জন্মনিবন্ধন পছন্দ করেন না। তাই ওয়ার্ড কাউন্সিলরদের অধীনেই জন্ নিবন্ধন হবে। কোনো জোন অফিসে যাওয়ার প্রয়োজন নেই।

পল্লবী ২য় পর্ব বাড়ি-ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আমিনুল বাহারের সভাপতিত্বে সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার জিয়াউর রহমান, তত্ত্বাবদায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেন টেনু প্রমুখ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464