পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ নারী দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতান জ্যোতি। তার ডেপুটি হিসেবে থাকবেন নাহিদ আক্তার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে ২৫, ২৭ ও ২৯ অক্টোবর সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সব ম্যাচই হবে দিবা-রাত্রির।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার মাগলা, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সাথি রানী।