ভারতের মাটিতে চলমান বিশ্বকাপ খেলতে এসে ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়েছে পুরো পাকিস্তান শিবির। বেশ কয়েকজন খেলোয়াড় বর্তমানে জ্বর ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে।
এদের মধ্যেই বেশীরভাগই সুস্থ অনুভব করছেন। তারপরও গতকাল ঐচ্ছিক অনুশীলন সেশনে অনেকেই অংশ নেননি। ওপেনিং ব্যাটার আব্দুল্লাহ শফিক ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন এবং তিনি নিজ হোটেল কক্ষে কোয়ারেন্টিনে আছেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদি, সৌদ শাকিল ও জামান খানও জ্বরে ভুগছেন।
গত শনিবার আহমেদাবাদে ভারতের বিপক্ষে ম্যাচের আগে উসমান মিরও জ্বরে আক্রান্ত হয়ে খেলতে পারেননি। শুক্রবার ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই অবশ্য প্রত্যেকে সুস্থ হয়ে উঠবে আশা করা হচ্ছে। তবে ইএসপিএন’র একটি সূত্র নিশ্চিত করেছে কোন খেলোয়াড়দের মধ্যে ডেঙ্গুর কোন উপস্বর্গ দেখা যায়নি।
এ সম্পর্কে পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘গত কয়েকদিন কয়েকজন খেলোয়াড় জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে বেশীরভাগই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। যারা এখনো সুস্থতার পথে রয়েছেন তারা সবাই দলের মেডিকেল টিমের অধীনে চিকিৎসরা গ্রহন করছেন।’
এর আগে টুর্নামেন্টের শুরুতে ভারতের অন্যতম ইন-ফর্ম ব্যাটার শুভমান গিল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি। পরে সুস্থ হয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন। রোববার ব্যাঙ্গালুরুতে এসে পৌঁছেছে পাকিস্তান দল। হায়দারাবাদে নেদারল্যান্ডস ও শ্রীলংকার বিপক্ষে পাকিস্তান প্রথম দুই ম্যাচে জয়ী হয়েছিল।