মেসির অনন্য রেকর্ড

 

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে পেরুকে হারিয়ে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। যেখানে জোড়া গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। জয়ের দিনে অনন্য রেকর্ডও গড়েছেন তিনি।

 

বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় পেরুর মুখোমুখি হয় আর্জেন্টিনা। এ ম্যাচে মেসিকে একাদশে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুরু থেকেই মাঠে নামেন তিনি। আর বরাবরের মতোই বল পায়ে জ্বলে ওঠেন এলএমটেন।

 

এদিন ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। এঞ্জো ফার্নান্দেজ পাস বাড়ান নিকো গঞ্জালেসকে। আর্জেন্টাইন এই উইঙ্গার বক্সে মেসিকে ক্রস করেন। বাঁ পায়ের ঠান্ডা মাথার শটে বল জালে জড়ান মেসি।

 

এ গোলের মধ্য দিয়েই উরুগুয়ের লুইস সুয়ারেজকে টপকে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন মেসি (৩০ গোল)। এর ১০ মিনিট পরই আরো একটি গোল করে গোলসংখ্যাকে ৩১-এ উন্নীত করেন লিও।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles