ট্রাফিক ও অপরাধ কমাতে একসাথে কাজ করবে ডিএনসিসি ও ডিএমপি

 

 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ডিএনসিসি এলাকায় যানজট ও অপরাধ কমাতে সমন্বয় করে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। শিঘ্রই দুই পক্ষের সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে থেকে এই কাজের সমন্বয় করবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমন স্থায়ী কমিটি।

মঙ্গলবার রাজধানীর গুলশাল -২ এ অবস্থিত ডিএনসিসির প্রধান কার্যালয় নগরভবনের ৬ষ্ঠ তলায় ২য় পরিষদের ২৩তম বোর্ড সভায় একসাথে কাজ করার ব্যপারে একমত হোন তাঁরা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে বোর্ড সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন, যুগ্ম-কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহসহ ঊধ্বতন কর্মকর্তার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বক্তব্যদান কালে তাঁরা বলেন, ‘সমন্বয় করে কাজ করলে যে কোনো সমস্যার একটি টেকসই সমাধান আসে। পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ট্রাফিক এবং অপরাধ দুটোই কমানো সম্ভব বলে উল্লেখ করেন তারা।

এর আগে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রতিনিধি দলকে বোর্ড সভায় স্বাগতম জানান।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles