নাটোরের সিংড়ার ২নং ডাহিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফ মাহমুদের শশুড় পাঁচ পাকিয়া গ্রামের মরহুম জিন্নাত মোল্লার জানাযার নামায ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ আগষ্ট) সকাল ১০ টায় বিয়াশ স্কুল মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের মাগফেরাত কামনায় আলোচনা করেন, ২নং ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এম আবুল কালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন, আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম, মাওলানা মোঃ মোস্তাক বিন সুলতান, মরহুমের জামাই ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফ মাহমুদ, মরহুমের বড় ছেলে মোঃ ইউসুফ আলী মোল্লা প্রমূখ।
আলোচনা ও জানাযা শেষে বিযাশ কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযা ও দোয়া পরিচালনা করেন, মুফতি আব্দুল মতিন।
উল্লেখ্য, মরহুম জিন্নাত মোল্লা গতকাল (১৬ অক্টোবর) রবিবার আনুমানিক দুপুর ১২ টায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধাীন অবস্থায় মৃত্যু বরন করেন।