সিংড়ার বিয়াশ স্কুল মাঠে মরহুম জিন্নাত মোল্লার জানাযা অনুষ্ঠিত

 

নাটোরের সিংড়ার ২নং ডাহিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফ মাহমুদের শশুড় পাঁচ পাকিয়া গ্রামের মরহুম জিন্নাত মোল্লার জানাযার নামায ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ আগষ্ট) সকাল ১০ টায় বিয়াশ স্কুল মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের মাগফেরাত কামনায় আলোচনা করেন, ২নং ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এম আবুল কালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন, আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম, মাওলানা মোঃ মোস্তাক বিন সুলতান, মরহুমের জামাই ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফ মাহমুদ, মরহুমের বড় ছেলে মোঃ ইউসুফ আলী মোল্লা প্রমূখ।

আলোচনা ও জানাযা শেষে বিযাশ কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযা ও দোয়া পরিচালনা করেন, মুফতি আব্দুল মতিন।

উল্লেখ্য, মরহুম জিন্নাত মোল্লা গতকাল (১৬ অক্টোবর) রবিবার আনুমানিক দুপুর ১২ টায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধাীন অবস্থায় মৃত্যু বরন করেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles