শব্দবাণে সাজাও তোমার চিন্তারণের শ্লোক’ স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজিত জাতীয় বিতর্ক উৎসব-২০২৩ আন্তঃবিশ্ববিদ্যালয় রাউন্ডে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) বিতার্কিক দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
১৫ ই অক্টোবর ( রবিবার) সন্ধ্যায় চারদিনব্যাপী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজিত জাতীয় বিতর্ক উৎসব-২০২৩ এর আন্তঃবিশ্ববিদ্যালয় রাউন্ডে ফাইনালে সেলিম আল দীন মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) এর বিতার্কিক দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ( নোবিপ্রবিডিএস) ।
এসময়ে অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এবং এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ( নোবিপ্রবিডিএস) এর চ্যাম্পিয়ান বিতার্কিক দলের বিতর্ক করেন সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক তুর্জয় চৌধুরি, সহ সভাপতি ( বাংলা বিতর্ক) তাসনিম তাবাসসুম আরিণ ।একইসাথে ডিবেটার অব দ্যা ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেছেন সহ সভাপতি ( বাংলা বিতর্ক) তাসনিম তাবাসসুম আরিণ।
চ্যাম্পিয়ান হওয়ার অনুভূতি করে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি সভাপতি নাজমুল ইসলাম হৃদয় বলেন, ” নোয়াখালীর মতো জেলা শহর থেকে এসে জাতীয় বিতর্ক অঙ্গনে চ্যাম্পিয়ান হওয়ার পথটি কখনোই মসৃণ ছিল নাহ। বছরের পর বছর ধরে সাবেক ও বর্তমানদের চেষ্টা ও পরিশ্রমের ফসল আজকের এ অর্জন। আমাদের চ্যাম্পিয়ান ট্রফি উসর্গ করছি সেসকল মানুষদের উদ্দেশ্যে যাদের নিঃস্বার্থ চেষ্টা ও ত্যাগে আজকের এ অর্জন।
নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি সাধারণ সম্পাদক তুর্জয় চৌধুরী বলেন, ” জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) এর আয়োজিত যেকোন বিতর্ক প্রতিযোগিতা বাংলাদেশের প্রতিটি বিতার্কিকদের মনে উৎফুল্লতা সৃষ্টি করে। ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের দলকে হারিয়ে আজকের আমাদের এ শ্রেষ্ঠত্ব অর্জন কেবলমাত্র একদিনের কোন অর্জন নাহ বরং গত ৫ বছর ধরে ক্লাবের নিরন্তর চেষ্টার ফল।