চট্টগ্রামের রাউজানে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বার্ষিক সাধারণ সভা, বস্ত্র বিতরণ ও সরকারি অনুদান প্রদান অনুষ্ঠিত।
সোমবার (১৬ অক্টোবর) রাউজান উপজেলা চত্বর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। ধর্ম যার যার উৎসব সবার এই নীতিতে আজ সারা বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপিত হচ্ছে।
অসাম্প্রদায়িক বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট বিপ্লবের মধ্য দিয়ে বিজয়ী করতে হবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ, সহকারি কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশ গুপ্ত, ইউপি চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার, বি এম জসিম উদ্দিন হিরু, রবীন্দ্র লাল চৌধুরী, পৌর কাউন্সিলর এডভোকেট দীলিপ চৌধুরী, আজাদ হোসেন। অনুষ্ঠানে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিক প্রদীপ শীল, টিপু কান্তি দে, অশোক পালিত, তপন দে, সাজু পালিত, উজ্জ্বল কান্তি দাশ, দীলিপ দে, মিঠু শীল, সবুজ দে ভানু, দিপলু দে দিপু, অনুপ চক্রবর্তীসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে ১৩১ টি পূজা কমিটির আওতাধীন সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে ৫ হাজার শাড়ি ও ২ হাজার লুঙ্গি বিতরণ করা হয়।