বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহুল কাঙিক্ষত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সারা দেশে মুক্তি পেয়েছে।
প্রায় নয়শো নেতাকর্মী নিয়ে চুয়াডাঙ্গা শহরের নান্টুরাজ সিনেমা হলে সান্ধ্যকালীন শো’তে সিনেমাটি দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালা।
এসময় জেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকা থেকে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দলের নেতাকর্মীদের নিয়ে সম্মিলিতভাবে সিনেমা দেখার আয়োজন প্রসঙ্গে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে যে চলচ্চিত্র, সেটা ইতিহাসেরই অংশ। বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় ঐতিহাসিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ নির্মিত হয়েছে। ঐতিহাসিক এই চলচ্চিত্রটি সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে দেখতে আমি পুরো হল বুকিং নিয়েছি। দুটি শো-তে প্রায় দুই হাজার নেতাকর্মী এই সিনেমা দেখেছে। তবে আমি সান্ধ্যকালীন যে শো দেখেছি, তখন আমার সাথে প্রায় নয়শো নেতাকর্মী সিনেমাটি দেখি। আশ্চর্যজনক হলেও সত্য অনেকে ঠাই দাঁড়িয়ে আমার সাথে সিনেমা মনোযোগ দিয়ে দেখে।