রংপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

 

 

“আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই স্লোগানকে সামনে রেখে রংপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রংপুর বিয়াম স্কুল এন্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্।

পরে বিয়াম স্কুল এন্ড কলেজ হল রুমে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্ বলেন, নিজেকে সুস্থ রাখতে এবং অন্যকেও সুস্থ রাখার জন্য নিয়মিত হাত ধোয়া দরকার। বিশুদ্ধ পানি দিয়ে হাত পরিষ্কার করলে জীবাণু আক্রান্ত করতে পারে না।

তিনি বলেন, গ্রামগঞ্জে পাড়া-মহল্লায় ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে শুধু হাত ধোয়া সঠিকভাবে না হওয়ার কারণে। সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম অনেকেই জানেনা। আমরা সঠিক ভাবে হাত ধুবো সুস্থ থাকবো।

অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, বিয়াম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles