ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগি মানুষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় নতিপোতা ইউনিয়ন পরিষদের নতিপোতা গ্রামের একটি মাদ্রাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা নতিপোতা ইউনিয়ানের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ সরকারী বিভিন্ন সুযোগ সুবিধাভোগিদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। মাতৃত্বকালিন, প্রতিবন্ধি, বয়স্ক, বিধবা ভাতাসহ সকল ভাতার আওতায় থাকা অসহায় মানুষদের সাথে এ মতবিনিময় করেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর।
ভাতাভোগি প্রায় ৩ হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী প্রমুখ।