ওয়ানডে বিশ্বকাপে আজকের ম্যাচে খেলতে মাঠে নেমেছে আফগানিস্তান ও ইংল্যান্ড। আফগানদের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। দিল্লিতে বাংলাদেশ সময় ২টা ৩০ মিনিটে শুরু হবে দু’দলের ম্যাচটি।
এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
এবারের বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। আহমেদাবাদে নিজেদের প্রথম ম্যাচেই গতবারের রানার্স-আপ নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে পরাজিত হয় ইংলিশরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ধর্মশালায় বাংলাদেশকে ১৩৭ রানের বড় ব্যবধানে হারায় দলটি।
নিতম্বের ইনজুরির কারণে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারছেন না তিনি। এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি এ ক্রিকেটার।
এদিকে বাংলাদেশের কাছে ৬ উইকেটের হার দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে আফগানিস্তান। পরের ম্যাচে স্বাগতিক ভারতের কাছে পাত্তাই পায়নি আফগানরা। ম্যাচের ৯০ বল বাকী থাকতে ৮ উইকেটে ম্যাচ হারে রশিদ-নবীরা।
শুধুমাত্র ইংল্যান্ডের বিপক্ষেই বা এবারের বিশ্বকাপই নয়, ২০১৫ থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে টানা ১৪টি ম্যাচ হেরেছে আফগানিস্তান। বিশ্বকাপে টানা ম্যাচ হারার ক্ষেত্রে স্কটল্যান্ডের সঙ্গে যৌথভাবে দ্বিতীয়স্থানে আছে আফগানরা।
ইংল্যান্ড একাদশ :
জনি বেয়ারেস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।
আফগানিস্তান একাদশ :
রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, রশিদ খান, মুজিব উর রহমান, নাভেন উল হক ও ফজল হক ফারুকি।