সুস্থভাবে ভোটাধিকার প্রয়োগ জনগণের গণতান্ত্রিক অধিকার – সাদ এরশাদ

 

 

সুস্থভাবে ভোটাধিকার প্রয়োগ জনগণের গণতান্ত্রিক অধিকার, আমরা সেই লক্ষেই কাজ করছি। যেন দেশের মানুষ স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসে বলেছেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আলমাহি সাদ এরশাদ।

শনিবার (১৪ সেপ্টেম্বর/২৩) সন্ধায় সৈয়দপুর বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। স্বারদ্বীয় দূর্গাপুজা উৎযাপন উপলক্ষে রংপুরের পুজামন্ডপ পরিদর্শন ও নির্বাচনী প্রচারণার জন্য আসেন তিনি।

এমপি সাদ এরশাদ আরও বলেন, নির্বাচনে কোন দল আসবে কি না ভাবার সময় নেই, দেশের উন্নয়নের জন্য জাতীয় পার্টি নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবে।
তার সফরসঙ্গী হিসেবে থাকবেন জাতীয় পার্টির নির্বাচন প্রস্তুত কমিটির সদস্য ও নীলফামারী-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এজাজ আহমেদ খান।

এসময় এমপি সাদ এরশাদকে ফুলের শুভেচ্ছা জানান, কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আলম হোসেন, পুটিমারি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুল জলিল, বাহাগিলি ইউনিয়ন সভাপতি মোকলেছার রহমান শাহসহ অনেকে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles