দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে নৌকার বিজয় নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের আয়োজনে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) বিকালে জেলা যুব মহিলা লীগের কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা ১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন।
এসময়ে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিজা খাতুন, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনি, আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মনিরা পারভীন, সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ। পরে শতাধিক ভ্যানে নেতাকর্মীদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে। নেতৃবৃন্দ স্থানীয় প্রেক্ষাগৃহে বঙ্গবন্ধুর জীবনী নির্ভর ‘মুজিব’ সিনেমা উপভোগ করেন।