চুয়াডাঙ্গায় যুবলীগের সমাবেশ

 

দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ নির্মাণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে চুয়াডাঙ্গায় জনসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর)  বিকালে ভেমরুল্লাহ বটতলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শামসুদ্দোহা হাসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু প্রমুখ। যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জনসভায় সভাপতিত্ব করেন যুবলীগ নেতা ফয়জুল মল্লিক।

উন্নয়নের কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দার বলেন। বর্তমান সরকার বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের ন্যায় তৈরি করেছেন, আমাদের দেশে এখন মেট্রো রেল কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সহ সকল সেক্টরের উন্নয়নের ছোঁয়া দিয়েছেন। এ উন্নয়নের অগ্রযাত্রাকে চলমান রাখতে বর্তমান সরকারকেই পুনরায় ক্ষমতায় আনতে হবে। এজন্য আমাদের সুসংগঠিত থাকতে হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles