বাগেরহাটে নারীর মান উন্নয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা অপরাজিতা নেটওয়ার্ক বাগেরহাটের আয়োজনে অপরাজিতা শিল্পী আক্তারের সঞ্চালনায় নারী নেত্রী অ্যাডভোকেট শরিফা হেমায়েতের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আনোয়ারুল কাদির, নারী নেত্রী রিজিয়া পারভিনসহ অংশগ্রহণকারী সাত জন নারী।
জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন এ সময় বলেন নারীদের যোগ্যতা দিয়েই সমাজে তাদের অবস্থান তৈরি করতে হবে। সভায় ২৭ জন বিভিন্ন পেশার নারী ও গৃহিণীর পাশাপাশি নেপাল থেকে আগত রুপান্তরের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।