বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) বিকেলে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ) নীলফামারী জেলা শাখার আয়োজনে জেলা জজ আদালতের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট জেলা শাখার আহবায়ক এস.এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আল-ফারুক আব্দুল লতীফ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবু মো. সোয়েম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী আখতারুজ্জামান জুয়েল, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট নীলফামারী জেলা শাখার যুগ্ম আহবায়ক আল-মাসুদ চৌধুরী, আসাদুজ্জামান খান রিনো, আনিছুর রহমান আজাদ প্রমূখ।
এতে সঞ্চলানা করেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট নীলফামারী জেলা শাখার যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা সজিব।
এসময় বক্তারা বলেন, ‘বর্তমান ক্ষমতাশীন আওয়ামী লীগ সরকার দেশনেত্রী ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়। একদলীয় শাসনকে চিরস্থায়ী করার জন্যই বিএনপি তাকে মিথ্যা মামলায় অন্যায় ভাবে বন্দি করেছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন। সরকার প্রধান বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিয়ে নির্বিকার। অবিলম্বের বেগম জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
মানববন্ধনে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট জেলা শাখার সদস্য নূর আসাদুজ্জামান মিশন, মু.মামুনুর রশিদ পাটোয়ারী, আজিম হোসেন, মুরছালিন রায়হান কাকন সহ বিএনপি-ও জামায়াত পন্থী আইনজীবীরা অংশ গ্রহণ করে।