গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ছমদ আলী সিকদার পাড়া ইউনিট শাখার ব্যবস্থাপনায় ও আবুধাবী প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ গিয়াস উদ্দিন ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পবিত্র জশনে জুলুছে ঈদ–এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে এক আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ছমদ আলী সিকদারপাড়া জামে মসজিদ মাঠে গাউছিয়া কমিটি বাংলাদেশ ছমদ আলী সিকদার পাড়া ইউনিট শাখার সভাপতি মুহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে ও সহ সভাপতি মুহাম্মদ মহিম উদ্দীন ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাম্মদ আলী আজগর।
প্রধান অতিথি ছিলেন হাটহাজারী আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মালেক, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, গাউসিয়া কমিটি বাংলাদেশ ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব শামসুল আলম সওদাগর, গাউসিয়া কমিটি বাংলাদেশ ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ শফিউল আজম কোম্পানি, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ আব্দুল হক শিকদার।
প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া ধামাইরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আহম্মদীয়া হোছাইনিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ জুবায়ের হোসেন আল কাদেরী।
বিশেষ বক্তা ছিলেন ছমদ আলী সিকদার পাড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আজিজুল হক আল কাদেরী।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মুহাম্মদ এসকান্দর, জসিম উদ্দিনসহ ইউনিয়ন ও ইউনিট শাখার কর্মকর্তা, সদস্যসহ কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল উপলক্ষে ব্যাপক সাজসজ্জা করা হয়। বাদে আছর খতমে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়। বাদে এশা মিলাদ মাহফিল, আখেরি মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।