খুলনার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণী, একাদশ শ্রেণি বিএমটি ,ও অনার্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কলেজ সুসজ্জিত করা হয়। কলেজের প্রধান ফটকে বিএন সি সি ক্যাডেট, রোভার ও গার্ল ইন রোভার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বাদ্য বাজিয়ে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানায় এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সকাল দশটায় কলেজের কনফারেন্স রুমে অধ্যক্ষ মো: আলতাফ হোসেন এর সভাপতিত্বে ওরিয়েন্টটেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
ওরিয়েন্টেশন ক্লাসে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি ডক্টর পারভীন সুলতানা, শিক্ষক প্রতিনিধি এম মাসুদুল আনিস, শিক্ষক প্রতিনিধি এস এম ছাখাওয়াত হোসেন, সহকারী অধ্যাপক শেখ মুনিবুর রহমান, সহকারী অধ্যাপক মনিরুল হক বাবুল, প্রভাষক হুমায়ুন কবীর ও প্রভাষক নাসরিন সুলতানা।