সারাদেশের ন্যায় বাগেরহাটে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) সিভিল সার্জন মোহাম্মদ জালালউদ্দিন প্রধান অতিথি হিসেবে বাগেরহাটের খানজাহান আলী আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে এর উদ্বোধন করেন।
সদর উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ প্রদীপ বকশীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময়ে উপস্হিত ছিলেন।
৮ ই অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইনে জেলার ৫ থেকে ১৬ বছরের পথশিশু সহ ৩লাখ ৬২ হাজারের মতো শিশু এই কৃমিনাশক ঔষধ খাবে।
এবার বাগেরহাট সদর উপজেলায় ২৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪৫০০০ হাজার শিক্ষার্থী এই টাবলেট খাওয়ার আওতায় আসবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ প্রদীপ বকশী।।