ফেনীতে বিপন্ন প্রজাতির ২টি হনুমান ও ১৬ টি কাছিম উদ্ধার করেছে পুলিশ। এসময় আহাদুজ্জামান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৭অক্টোবর) দিনগত রাত ১০ টার দিকে শহরতলীর লালপোল মুহুরী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে এই হনুমান ও কাছিম উদ্ধার করা হয়।
রবিবার ( ৮ অক্টোবর) দুপুরে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন সংবাদ সম্মেলন করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানায় পুলিশ (গত ৭ অক্টোবর) শনিবার দিবাগত রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ফেনী লালপোল এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা মেট্রো-১১-০২০৬ জিএস ট্রাভেল পরিবহন থেকে কালো মুখ প্রজাতির বিলুপ্ত ২ টি মুখপোড়া হনুমান ও ১৬ টি সন্দি প্রজাতির কচ্ছপসহ খুলনা কোতোয়ালি থানার শেরে বাংলা রোডের মৃত আবদুল হামিদের ছেলে আহাদুজ্জামান রাজু (৪২) কে গ্রেফতার করেন ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান।
উদ্ধারকৃত বন্যপ্রাণীর মধ্যে ১৬টি সন্দি কচ্ছপ ফেনীর কাজিরবাগ ইকোপার্কের পুকুরে অবমুক্ত করা হয়। এবং দুটি মুখপোড়া হনুমানকে কক্সবাজার ডুলাহাজরা সাফারি পার্কে পাঠানো হবে।
ফেনী সদর উপজেলা বন কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বলেন, উদ্ধার করা কচ্ছপ গুলো কাজিরবাগ ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। হনুমান দুটি আমাদের বন বিভাগের মাধ্যমে কক্সবাজার ডুলাহাজরা সাফারি পার্কে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওয়ার্ল্ড এনিমেল রেসকিউ টিমের ফেনী জেলা সভাপতি সাইমুম ফারাবী বলেন, আমরা সব সময় পুলিশ ও বন বিভাগকে সহযোগিতা করে থাকি। উদ্ধার করা প্রাণীগুলো অবমুক্ত করতে আমরা সহযোগী করছি।