বাগেরহাটের রামপাল উপজেলায় ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ঘেরের টংঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী রহম আলী (২০)কে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার বিকালে রহম আলীকে গ্রেফতার করে র্যাব।
শনিবার দুপুরে র্যাব -৬ এর প্রেস ব্রিফিংএ এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত রহমত আলী (২০) রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। রহমত আলীকে রামপাল থানায় হন্তান্তরের পর বিকালে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, রামপাল উপজেলার রনসেন মোড় থেকে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে মোটরসাইকেলে করে বড় দুর্গাপুর এলাকার একটি ঘেরের টংঘরে নিয়ে যায়। সেখানে তিনজন মিলে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এঘটনায় স্কুল ছাত্রীর মামা বাদী হয়ে তিনজনের নামে মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে রাকিব হোসেন সজল (২৫) ও রাসেল শেখ (২৬) নামে দুই ধর্ষককে গ্রেফতার করে। প্রধান আসামী রহমত আলী গ্রেফতার এড়াতে এলাকা থেকে পালিয়ে যায়।