গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করতে চাই  – জিএম কাদের

 

বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংশ করে একদলিয় শাসনব্যবস্থা চালু করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংশ করেছে। আমরা দেশকে পুনরায় সুন্দরভাবে গঠন করে ভবিষ্যত প্রজন্মকে উপহার দিবো। রুপপুর পারমানবিক বিদুৎকেন্দ্রের বেশী ব্যায় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাই আপনাদের নিয়ে বর্তমান সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে চাই বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার ( ৬ অক্টোবর)  বিকালে নীলফামারী জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জাতীয় পার্টির আহরায়ক এনকে আলম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব বীরমুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন এমপি, নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান সহ অনেকে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles