খাগড়াছড়িতে ভেজাল জুস জব্দসহ উজ্জল দে (৪৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উজ্জল দে ফটিকছড়ির নির্মল চন্দ্র দে`র ছেলে। সে শহরের আনন্দ নগরে বাবুল দে’র বাসায় ভাড়া থাকেন।
বৃহস্প্রতিবার (৫ অক্টোবর) বিকালে মহিলা কলেজ রোডে মেসার্স বি.কে. স্টোর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মেসার্স বি.কে. স্টোররে বিশেষ অভিযান পরিচালনা করে দুইহাজার চারশত বোতল ভেজাল জুস জব্দসহ উজ্জল দে নামক এক জনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত জুসের অনুমান মূল্য বায়ান্ন হাজার আটশত টাকা।
পুলিশ সুপার মুক্তা ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত বর্তমানে থানা হেফাজতে আছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যে কোন অপরাধ প্রবনতা রোধে খাগড়াছড়ি জেলা পুলিশ তৎপর রয়েছে।