বাগেরহাট প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের সভাপতি নীহাররঞ্জন সাহার সভাপতিত্বে প্রেসক্লাব এর মুজিববর্ষ মিলনায়তনে আলোচনা সভায় প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব তালুকদার আঃ বাকী, প্রয়াত সদস্যগনের পরিবারের সদস্যবৃন্দ সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।
আলোচনা সভায় প্রয়াত সদস্যদের পরিবারের সদস্য সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ প্রয়াতদের নিয়ে স্মৃতিচারন করেন। দোয়া অনুষ্ঠান শেষে মধ্যান্হভোজ এর আয়োজন করা হয়।।