সনাতন ধর্মীয় সবচেয়ে বড় অনুষ্ঠান আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক এর সন্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র, সাধারন সম্পাদক মধূসূদন দাম ।
এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি গন এসময়ে উপস্হিত ছিলেন।
সভায় আসন্ন দূর্গাপুজা উপলক্ষে কোনো ধরনের অনাকাংখিত ঘটনা এড়াতে প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত সি সি ক্যামেরা বসানো এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপনে সকলে একমত পোষন করেন।