রংপুরে ৯ দফা দাবীতে অটো ও চার্জার রিক্সা মালিক ও শ্রমিকদের মানববন্ধন

রংপুর মহানগর এলাকায় টাউন সার্ভিস চালু করার সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৯দফা দাবিতে অটো রিক্সা ও চার্জার রিক্সা মালিক শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে ব্যাটারী চালিত ইজিবাইক অটো রিক্সা ও চার্জার রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদ রংপুর মহানগর শাখার আয়োজনে প্রেস ক্লাব, রংপুর চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্যাটারী চালিত ইজিবাইক অটো রিক্সা ও চার্জার রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদ রংপুর মহানগর শাখার আহবায়ক মোঃ মাসুদ রানা মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মহানগর চার্জার রিক্সা ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭১৩ এর সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু, রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টির বা.জা.ফে নং-৩৩ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল কবীর সমাজ, সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, কার্যকরী সদস্য মোঃ সুলতান মাহামুদ, রংপুর মহানগর চার্জার রিক্সা ভ্যান মালিক সমিতি রঃ-৩২ এর সভাপতি আফজাল হোসেন মানিক, সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ মিজু, ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টি রংপুর জেলার সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তোফা, সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন, রংপুর মহানগর ব্যাটারী চালিত চার্জার রিক্সা ভ্যান জাতীয় শ্রমিক পার্টি বা.জা.ফে. নং-৩৩ এর সভাপতি মোঃ শাহেদ আলী, সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজু, বাংলাদেশ অটো বাইক সোসাইটি রংপুর মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, চার্জার রিক্সা ভ্যান মালিক সমিতি রংপুর মহানগর কমিটির সভাপতি মোঃ মাঈদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বারী, প্রচার সম্পাদক আব্দুল মজিদ ও রংপুর মহানগর ঠেলা ও মালবাহী ভ্যান পরিবহন মালামাল লোডিং আন লোডিং কুলি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৯২০ এর সভাপতি মোঃ গোলজার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও মহানগরের সকল শাখা কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা, অবিলম্বে মহানগর এলাকায় টাউন সার্ভিস চালু করার সিদ্ধান্ত প্রত্যাহার, অটো রিক্সা ও চার্জার রিক্সা স্ট্যান্ড স্থাপন, চলাচলরত রাস্তাঘাট প্রসস্থকরণ, রংপুর সদর হাসপাতালকে শ্রমিক হাসপাতাল ঘোষণা, মহানগর এলাকায় অটোরিক্সা ও চার্জার রিক্সা শ্রমিকদের ওপর পুলিশ হয়রানী বন্ধ, চলাচলরত অটোরিক্সা ও চার্জার রিক্সা চালকদের লাইসেন্স নিশ্চিত, বেকার শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করণ, রংপুর মহানগর এলাকায় হাইওয়ে রাস্তা অবমুক্ত করনের দাবী জানান। এছাড়াও বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে অটোরিক্সা ও চার্জার রিক্সা ভাড়া বৃদ্ধি করার দাবি উত্থাপন করেন। আগামী ৮ অক্টোবরের মধ্যে দাবী আদায় না হলে এই দিন রংপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও কর্মসূচির মধ্যদিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি প্রদান করেন।

এ সময় ব্যাটারী চালিত ইজিবাইক অটোরিক্সা ও চার্জার রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদ রংপুর মহানগরের সকল শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles