কিশোরগঞ্জের কুলিয়ারচরে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫, বি-১, বাংলাদেশ এর প্রয়াত জেলা গভর্নর, বাংলাদেশ কৃষক লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব লায়ন মো. মুজিবুর রহমান এমজেএফ এঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫অক্টোবর) দুপুরে উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রয়াত লায়ন্স গভর্নর লায়ন আলহাজ্ব মো. মুজিবুর রহমান এমজেএফ এঁর সহধর্মিণী লায়ন আমিনা ফেরদৌসি মুনা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫, বি-১, বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন মো. লুৎফর রহমান এমজেএফ।
এসময় ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লায়ন মুজিবুর রহমান এঁর ছোট ভাই জেলা-৩১৫, বি-১ এর জেলা জিএলটি কো-অর্ডিনেটর ও রিজিওন চেয়ারপারসন হেড কোয়াটার লায়ন মশিউর আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫, বি-১, বাংলাদেশ এর লেডি জেলা গভর্নর শিরিন আক্তার রুবি, প্রাক্তন জেলা গভর্নর মুজিবুল হক চুন্নু, ১ম ভাইস লেডি জেলা গভর্নর লায়ন ফাতেমা কাদির হুমা, কেভিনেট সেক্রেটারি লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, রিজিওন হেড কোয়াটার লায়ন ফরিদা ইয়াসমীন, রিজিওন হেড কোয়াটার লায়ন সাহানা মুজিব, রিজিওন চেয়ারপারসন লায়ন নাসিমা আলম, ডিস্ট্রিক লিও ক্লাব চেয়ারপারসন লায়ন মামুন আহম্মেদ, লিও জেলা ভাইস প্রেসিডেন্ট ফাহিম আশ্রাফ খান ও লিও জেলা সেক্রেটারি লিও অরিত্র রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াছিন খন্দকার, কুলিয়ারচর ডিগ্রি কলেজের সাবেক ভিপি ময়েজ উদ্দিন খান, সাবেক এজিএস মো. মনিরুজ্জামান, ছয়সূতী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম ও ৪নং ওয়ার্ড সদস্য মো. হেলাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন।