খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রাইভেট কারে চোলাইমদ পাচারের সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৩ মাদক ব্যবসায়ী। এসময় ১৫০ লিটার চোলাইমদ এবং ২টি প্রাইভেট কারসহ তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকা হতে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, রাঙ্গামাটি কাউখালি এলাকার মো. মিজান (২৬), একই উপজেলার আবু তৈয়ব(২৭) এবং চট্টগ্রামের খুলশি থানার রাজীব রবি দাশ (৩০)।
পুলিশ জানায়, ‘তল্লাশী করে ব্লু রঙের প্রাইভেট কারের পিছনে মালামাল রাখার বক্স থেকে ৩ টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে থাকা ৩০ টি স্যালাইনের প্যাকেট এর ভিতর ৯০ লি: চোলাই মদ এবং সাদা রঙ এর প্রাইভেট কার এর পিছনের মালামাল রাখার বক্স থেকে ১ টি সাদা ও ১ টি হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় ৩০ টি স্যালাইনের প্যাকেটে ৬০ লি: চোলাই মদ সর্বমোট ১৫০ লিটার অবৈধ দেশীয় তৈরি চোলাইমদ জব্দ করা হয়েছে। এসময় চোলাইমদ পরিবহণের কাজে ২টি প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. আনচারুল করিম বলেন, ‘মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর এর সুদক্ষ দিক-নির্দেশনায় এবং সুদৃঢ় নেতৃত্বে খাগড়াছড়ি বিশেষ অভিযান চলছে। গ্রেফতারকৃত এসব আসামীগণের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।