এটি বিজ্ঞাপন এর স্থান spot_img

ফেনীতে ঘুমের মধ্যেই আগুনে পুড়ে প্রাণ গেল দুই শিশুর

 

ফেনীতে ঘুমের মধ্যেই আগুনে পুড়ে প্রাণ গেল দুই শিশুর। পূর্ব বিরোধের জেরে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করা হয়েছে-এমনটাই দাবী স্বজনদের।

স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে। পুলিশ বলছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১টার দিকে শহরের মধ্যম বিরিঞ্চি ফকির বাড়ি রনি হোসেনের বাসায় আগুন লাগে। তাদের চিৎকারে আশপাশের লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। তাদের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে রনি হোসেনের বড় ছেলে মাইদুল ইসলাম শাহাদাতের দগ্ধ মৃতদেহ খাটের উপর থেকে উদ্ধার করা হয় আর ছোট ছেলে রাহাদুল ইসলাম গোলাপকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। নিহত শাহাদাত সপ্তম আর গোলাপ দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিলো।

তাদের মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -spot_img

Related Articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img