বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এস এম অজিয়র রহমান বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।
শনিবার সকাল থেকে সদর উপজেলার বৈটপুর এলাকার জরুরি প্রতিরক্ষা কাজ,জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন প্রতিরক্ষা কাজ,গোটাপাড়া ইউনিয়নের চলমান রাস্তা নির্মান কাজ এবং এলাকার জলাবদ্ধতার সমস্যা নিরসনের লক্ষ্যে চলমান কাজ পরিদর্শন শেষে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি সুলতানপুর জনকল্যাণ সংস্থার আয়োজনে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেন।
এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাট প ও র বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাগেরহাট এর নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ জাহিরুল হক। পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট এর উপবিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।।