মাটিরাঙ্গায় ভারতীয় শাড়ি জব্দ

খাগড়াছড়িতে অবৈধ পথে নিয়ে আসা ১৭৪ টি ভারতীয় শাড়ি জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন। এসব শাড়ির বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৯১ হাজার ৫ শত টাকা।

রোববার (১ অক্টোবর ) রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গার দক্ষিন মুসলিমপাড়া, ৯ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে শাড়িগুলো জব্দ করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অবৈধ পথে ভারতীয় শাড়ি মাটিরাঙ্গায় প্রবেশ করছে এমন তথ্যের ভিত্তিতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে সি টাইপ একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে
পরিত্যক্ত অবস্থায় ১৭৪ টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

মাটিরাঙ্গা সেনা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন(পিএসসি) বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য নিয়ে আসা রোধে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। চোরাকারবারিদের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। জব্দকৃত শাড়িগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles