বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ১ দফা দাবী আদায়ের লক্ষে আগামী ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলা ছাত্র দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ সেপ্টেম্বর বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম (রোমান)।
প্রধান অতিথির বক্তব্যে রোমান বলেন যতগুলো মামলায় হাজিরা দেই। ওত দিন স্কুলেও যায়নি। তাই মামলা হামলার ভয় দেখিয়ে লাভ নেই। ৩অক্টোবরের রোড মার্চ সফল করার জন্য ছাত্র দলের প্রতিটি কর্মী জীবন বাজি রাখতে প্রস্তত আছে।
সদর উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ সোহেল প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান (শাহিন)।
সভায় উপস্থাপনা করেন সদর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ প্যারিস হোসেন, সহ উপস্থাপনায় ছিলেন পৌর ছাত্র দলের সভাপতি শরিফুল ইসলাম (রবিন)।