চোরাই কলা কেনার অপরাধে বৃদ্ধকে মারপিট : বৃদ্ধ দেলোয়ার উধাও

চোরাই কলা কিনে নেওয়ায় দেলোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মারধরের পরের দিন থেকে দেলোয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার কোলাহাট কাত্তিকহার গ্রামে।

এ বিষয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন দেলোয়ারের স্ত্রী। অভিযুক্তরা হলো উপজেলার বৈকন্ঠপুর গ্রামের আশাব আলীর ছেলে সবুজ হোসেন (৪০) ও একই গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে তসলিম (৫৮) ও মৃত অজরা সোনারের ছেলে আবুল কালাম (৫০)।

অভিযোগ সুত্রে জানা যায়, দেলোয়ার হোসেন পেশায় একজন কলা ব্যবসায়ী। যার ফলে গ্রামের বিভিন্ন লোকজনের কাছ থেকে কলা কেনেন তিনি। এরই ধারাবাহিকতায় গত ২২ তারিখে বৈকন্ঠপুর গ্রামের আশাব হোসেনের ছেলে সবুজ হোসেন এক কাঁদি কলা বিক্রয় করতে চাইলে দেলোয়ার তা পাইকারী মূল্যে কিনে নেন। পরে ২৬ তারিখ বিকেলে সেই কলা বাজারে বিক্রি করতে জান দেলোয়ার। পরে তিনি জানতে পারেন সবুজ হোসেন কলা চুরি করে বিক্রয় করেছে। এসময় বিবাদী তসলিম উদ্দীন দেলোয়ারকে ধরে কোলা বাজার থেকে কাত্তিকহার গ্রামে তুলে নিয়ে যান। পরে বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি সহ অভিযুক্তরা দেলোয়ারকে বেদম হারে মারপিট শুরু করেন। এসময় দেলোয়ারের কাছে থাকা ১ হাজার টাকা ছিনতাই করে নেন অভিযুক্তরা। মারপিটের পর ঘটনার দিন হতে দেলোয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তার পরিবারের দাবী দেলোয়ার মারপিটের অপমান সহ্য করতে না পেরে কোথাও চলে গেছে। তারা আরো দাবী করেন অভিযোগ করার পর থানা পুলিশ কোন তদন্তে আসেনি।

তবে এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইন চার্জ (ওসি) আতিয়ার রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে দেলোয়ারকে তথ্য প্রযুক্তির মাধ্যমে খোঁজা হচ্ছে। তদন্ত চলমান। এ বিষয়ে যথাযথ আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোক করা সম্ভব হয়নি

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles