লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী শনিবার (৩০ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, শাহজাহান কামাল ছিলেন একাধারে বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও ব্যাংকার। তিনি জনতা ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে আমরা একজন কর্মবীর দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালাম।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল (৭৪) আজ শনিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।