ফেনী প্রতিনিধি ।।
ফেনী জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি, ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলীর ব্যক্তিগত অফিসে বিএনপি’র রোডমার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মহিপাল ফিলিং স্টেশনের সামনে ভূঁইয়া ট্রান্সপোর্ট এজেন্সিতে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । এতে কেন্দ্রীয় ও জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রমিকলীগ নেতার ব্যক্তিগত অফিসে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হওয়ায় শ্রমিক লীগ, আওয়ামী লীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলেরর বেশ কয়েক নেতা বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগকে বুকে লালন করে এধরনের একজন বিএনপিপন্থী কর্মী আওয়ামী লীগের মতো সংগঠনের কিভাবে সম্পৃক্ত হয় এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা আরো বলেন শ্রমিক লীগের একজন দায়িত্বশীল নেতারা অফিসে বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের বৈঠক এটি নিঃসন্দেহে দুঃখজনক এবং অনতিবিলম্বে এই নেতার বহিষ্কার দাবি জানান তারা।
এছাড়া মোহাম্মদ আলীর বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজি, ট্রাকসহ মালামাল লুট করাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।