খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী প্রতিনিধি) ।।
রাজবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আকবর আলী মর্জি, ফকির আব্দুল জব্বার, সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতৃবৃন্দ।