মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক ।।
বাগেরহাটের মোরেলগঞ্জে গাছে বেঁধে গৃহনী রানি বেগম (৩০) কে অমানবিক নির্যাতনের খবর পাওয়া গেছে। আহত ওই গৃহীনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থা অবনতি হলে শুক্রবার দুপুর ২ টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের বাসবাড়িয়া গ্রামে। হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার শেখের মেয়ে গৃহিনী রানী বেগম বলেন, বাড়ি থেকে কালিকাবাড়ি বাজারে আসার পথিমধ্যে একই গ্রামের প্রতিপক্ষ নেছার শিকদারের ছেলে নাছির শিকদার, মোস্তফা সরদারসহ ৭/৮ জন তাকে ধরে নিয়ে পার্শ্ববতী একটি বাগানে গাছের সাথে বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে জখম করে। ওই গৃহিনীকে অচেতন অবস্থায় গ্রামপুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রানী বেগম আরও বলেন, ২ একর ৬৫ শতক জমি নিয়ে একই গ্রামের প্রতিবেশী খলিল শিকদার ও তার ভাইদের সাথে গত ৪ বছর ধরে বিরোধ রয়েছে। এরই জের ধরে এ হামলার চালিয়েছে তার ওপর প্রভাবশালীরা।
সংশ্লিষ্ট ওয়ার্ড গ্রাম পুলিশ মো. আনসার আলী শেখ বলেন, রানী বেগমকে মেহগনী গাছের সাথে কোমরে দড়ি দিয়ে বাঁধা, অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে খলিল শিকদার বলেন, রানী বেগমের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। তবে, মারপিটের বিষয়টি অস্বীকার করেন তিনি।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যবরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. ফারহানা জলি বলেন, রানী বেগমকে গাছে বেঁধে মারপিটে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা অসংখ্য জখম রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়েছে।
এ সর্ম্পকে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, বাসবাড়িয়া গ্রামে গৃহিনীকে মারপিটের বিষয় তিনি অবহিত নন। তবে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।