সাইফ জাহান (চুয়াডাঙ্গা প্রতিনিধি) ।।
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক শামসুদ্দোহা মল্লিক হাসু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাভলু আজাদ আলী, হাফিজুর রহমান আপু, আবু বক্কর সিদ্দিক আরেফ আলমগীর আজম খোকা প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন নতুন স্টেডিয়াম জামে মসজিদের পেশ ইমাম মোঃ ওমর ফারুক। দোয়া অনুষ্ঠানে ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজলুল নেসা মুজিব সহ ওই রাতে নিহত সকল শহীদদের ও মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফের কামনা করা হয়।
- প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দার বলেন, বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করতে হলে আমাদের তার নির্দেশনা অনুযায়ী আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই সরকার প্রধান হিসেবে ক্ষমতায় আনতে হবে । অর্থাৎ আওয়ামী লীগ সরকারকেই পুনরায় ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশকে বিশ্বের বুকে রোল মডেল হিসেবে তুলে ধরতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নতশীল দেশে রূপ দেওয়ার জন্য যে ভীষণ হাতে নিয়েছে তা বাস্তবায়ন করতে হবে এজন্যই আবার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।