সাইফ জাহান (চুয়াডাঙ্গা প্রতিনিধি)।।
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনার জন্মদিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি পূর্ণিমা হালদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিজা খাতুন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক চিনি খাতুন, আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মনিরা পারভিন প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আফরোজা পারভিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, আমাদের বাংলাদেশের জন্ম হতো না। তেমনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম না হলে দেশের এতো উন্নয়নও হতো না।