ক-পরিবারের সভাপতি রানা, সা: সম্পাদক রাজ


নিজস্ব প্রতিবেদক  ।।

কলম, কীবোর্ড এবং ক্লিক এই তিনের সমন্বয়ে সাংবাদিকদের পথচলা। ব্যতিক্রমধর্মী নাম নিয়ে সাংবাদিকদের বৃহৎ সংগঠন ‘ক’ পরিবার।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সেগুনবাগিচার ‘ক’ পরিবারের অস্থায়ী কার্যালয়ে এক সভায় ‘ক’ পরিবারের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মোহাম্মদ (স:) নামে দুরুদ পাঠ করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়াও করা হয়।
অন্যবার্তার বার্তা সম্পাদক মো. শহীদ রানা সভাপতি ও দৈনিক এশিয়া বাণীর নিজস্ব প্রতিবেদক মো. নাজমুল হাসান রাজ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে)’র আইন বিষয়ক সম্পাদক ও দৈনিক আজকের সংবাদের সিনিয়র রিপোর্টার এস এম সাঈফ আলী ‘ক’ পরিবারের মুখপাত্র হিসেবে পেয়েছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুবর উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় ক পরিবারের সদস্য সমীরণ রায়, শাজাহান সাজু, এফ রহমান রূপক, মেহেদী হাসান, সুশান্ত সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে দৈনিক মুসলিম টাইমসের নূরে আলম সিদ্দিকী মুরাদ, সহ-সভাপতি- দীপা ঘোষ রীতা-(প্রেস এক্সপ্রেস), যুগ্ম সম্পাদক- সাহিদুল ইসলাম সাহিদ- (ডেইলি ট্রাইব্যুনাল), অর্থ সম্পাদক- নিয়াজ মোর্শেদ ( ডিবিসি টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক- মোফাজ্জল হোসাইন ( নতুন সময় ডট কম), দফতর সম্পাদক- মুনসুর আহমেদ- (দৈনিক নওরোজ), প্রচার সম্পাদক- ইমরানুল আজিম চৌধুরী ইমু – (গ্লোবাল টেলিভিশন), কল্যাণ সম্পাদক- ওলিউদ্দীন আহমেদ মিলন- (দৈনিক সংবাদ দিগন্ত), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- এস জেড সি রাজিব (ব্রেকিং নিউজ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক-এস এম রাসেল আহমেদ (দৈনিক মুখপত্র), আপ্যায়ন সম্পাদক- পাবেল তারেক (দৈনিক ঢাকা প্রতিদিন) দায়িত্ব পেয়েছেন।

এছাড়া নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নাসিমা আক্তার সোমা- (ডিপ্লোমেট নিউজ), জাওহার ইকবাল খান- (ভোরের পাতা), শাজাহান স্বপন- (ফেয়ার নিউজ সার্ভিস), রফিকুল ইসলাম সুজন (যুগবার্তা), আরেফিন আকাশ ( দৈনিক প্রথম বাংলা), মিঠুন সরকার- (গ্লোবাল টেলিভিশন), শেখ মো. হাফিজ – (দৈনিক শুভ দিন), নির্মল বর্মন (সময়ের আলো) দায়িত্ব পেয়েছেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles