নিজস্ব প্রতিবেদক ।।
বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৭ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি মাষ্টার খ.ম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী খান। বক্তৃতা করেন মাষ্টার আব্দুস সামাদ মুন্সী, প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, মাওলানা মফিজুল ইসলাম খান, ফজলুর রহমান খান প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষার্থীরা কোরআন তিলওয়াত, কবিতা, এবং প্রধানমন্ত্রীর জীবনীর ওপর আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মিষ্টি বিতরণ করা হয়।