সাইফ জাহান (চুয়াডাঙ্গা প্রতিনিধি) ।।
চুয়াডাঙ্গায় সীমান্ত ব্যাংক এর শাখা ও এটিএম বুথ শুভ উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে ব্যাংকটির ২৫ তম শাখা উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এর দক্ষিন-পশ্চিম রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল মোঃ নাজমুল হক, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম।
প্রদানের অতিথির বক্তব্যের কর্নেল মোঃ এনামুল হক বলেন এই ব্যাংকটি শুধু বিজিবি সদস্যের জন্যই নয় সীমান্তবর্তী মানুষের আত্মসামাজিক উন্নয়নে কাজ করে যাবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষে উন্নয়নের রোল মডেল হিসেবে কাজ করে যাবে।