সোহেল রানা বাবু (বাগেরহাট প্রতিনিধি) ।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে এমপি শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রোগীদেরকে ডাক্তারী পরামর্শ ও ওষুধ সরবরাহ করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্বাবধানে ছিলেন বিএমএ বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মোশারেফ হোসেন।
এক দিনের এ ক্যাম্পে শহিদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সার্জারী ও অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ শেখ মহিউদ্দিন মাতুব্বর, ঢাকা আদদ্বীন হাসপাতালের গাইনী বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ হোসনেয়ারা খাতুন ও মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রেজোয়ানা মেহজাবীন বন্যা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এসময়ে প্রায় আড়াই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।